Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Citizen Charter

সিটিজেন চার্টার

 

        বন্দীদের সাথে দেখা-সাক্ষাতের নিয়মাবলী

 

১।        ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দীদের সাথে দেখা করতে হলে সংশ্লিষ্ট জেলা ম্যাজিষ্ট্রেট ও

           আদালতের অনুমতি প্রয়োজন।

 

২।       দেখা-সাক্ষাত সর্বোচ্চ ৩০ (ত্রিশ) মিনিটের  মধ্যে শেষ করতে হবে।

 

৩।      বন্দীদের সাথে দেখা সাক্ষাত করার জন্য কোন প্রকার টাকা পয়সা লেন-দেন নিষিদ্ধ। কাহাকেও টাকা দিবেন না, কেউ টাকা দাবী করলে নিম্মলিখিত মোবাইল ও টেলিফোন নাম্বারে জানাতে পারেন অথবা অনুসন্ধানে রক্ষিত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করতে পারেন।

 

৪।       মোবাইল  বা  অন্য কোন নিষিদ্ধ দ্রব্য নিয়ে সাক্ষাৎ কক্ষে  প্রবেশ করা যাবে না।

 

৫।       মোবাইল জমা রাখার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারিত রয়েছে। নির্ধারিত স্থানে আপনার মোবাইল জমা রাখুন।

 

৬।      সাক্ষাত করার জন্য আবেদন পত্র দাখিল করতে হয়। আপনি যদি আবেদন পত্র লিখতে না পারেন তাহলে সাক্ষাৎ কক্ষের পার্শ্বে কর্তব্যরত কারারক্ষীর নিকট হতে স্লিপ সংগ্রহ করে সাক্ষাত কক্ষে প্রবেশ করবেন।

 

৭।       সাক্ষাত প্রাথীদের সহজ ও ন্যায্য মূল্যে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের লক্ষ্যে সাক্ষাত কক্ষের সামনে ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ন্যায্য মূল্যে বিক্রয় হচ্ছে। আপনি ক্যান্টিন থেকে মালামাল ক্রয় করে বন্দীকে সরবরাহ করতে পারেন। মালামাল ক্রয়ের জন্য দাম বেশী রাখলে বা ওজনে কম দিলে নিম্মলিখিত নাম্বারে জানাতে পারেন অথরা অনুসন্ধানে রক্ষিত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করুন।

ক।      জেল সুপার , টেলিফোন নং-০৯৪১-৬১৯২৩  মোবাইল নং- ০১৭১১-৩৫৯০৮২

খ।        জেলার,       টেলিফোন নং- ০৯৪১-৬১৮৫৬  মোবাইলনং-০১৮১৭-৫৬৬৫৬৬

 

          পিসির টাকা জমার নিয়মাবলী

 

১।       এখানে পিসির টাকা জমা নেয়া হয়।

 

২।       পিসির টাকা জমা দেয়ার জন্য কোন আবেদনের প্রয়োজন হয় না।

 

৩।      পিসির টাকা গ্রহনের নির্ধারিত স্থানে টাকা জমা করুন। অন্য কারো কাছে টাকা জমা দিবেন না।

 

৪।       পিসির টাকা জমা দানের ব্যাপারে কোন বাড়তি টাকার প্রয়োজন হয় না। যদি কেহ পিসির টাকা জমা দেয়ার ব্যাপারে অহেতুক সময় ক্ষেপন বা কোন রকম অসুবিধা বা অর্থ দাবী করে তবে তাৎক্ষনিকভাবে নিম্মলিখিত টেলিফোন নাম্বারে জানান অথবা অনুসন্ধানে রক্ষিত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করুন।

 

৫।       আপনার বন্দীর পিসির নাম্বার জেনে সঠিক নাম্বারে টাকা জমা দিন।

 

৬।      প্রতি দিনই নির্ধারিত সময়ের মধ্যে পিসিতে টাকা জমা দিতে পারবেন।

 

৭।       তবে আপনি ইচ্ছা করলে ডাকযোগে মানি অর্ডারের  মাধ্যমে পিসির টাকা জমা করতে পারেন।

 

৮।      পিসিতে জমাকৃত টাকা দ্বারা বন্দীগণ কারাভ্যমত্মরের ক্যান্টিন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি খাদ্য    

           দ্রব্য সুলভ মুল্যে ক্রয় করতে পারেন।

 

ক।     জেল সুপার,  টেলিফোন নং- ০৯৪১-৬১৯২৩ মোবাইল নং-০১৭১১-৩৫৯০৮২

খ।       জেলার,      টেলিফোন নং- ০৯৪১-৬১৮৫৬ মোবাইল নং-০১৮১৭-৫৬৬৫৬৬

 

জামিন সংক্রামত্ম নিয়মাবলী

 

১।       জামিনে মুক্তিযোগ্য বন্দীদের তালিকা নোটিশ বোর্ডে টাঙ্গানো আছে।

 

২।       জামিননামা কারাগারে পৌছানোর ব্যপারে নিশ্চিত হওয়া সত্ত্বেও নোটিশ বোর্ডে টাঙ্গানো জামিন তালিকায় আপনার বন্দীর নামটি খুঁজে দেখুন। নাম না থাকলে অনুসন্ধান/রিজার্ভ গার্ডরুমে খবর নিন।

 

৩।      যে সব বন্দীর জামিননামায় ভুল আছে তাদের তালিকাও নোটিশ বোর্ডে টাঙ্গানো আছে। তারা আজ মুক্তি পাবেনা। তাদের আগামীকাল মুক্তি পাবার সম্ভাবনা আছে। তাই অহেতকু অপেক্ষা না করে আগামীকাল আসুন।

 

৪।       বন্দী মুক্তির জন্য কোন অর্থের প্রয়োজন হয়না। যদি কেহ অর্থ দাবি করে বা অর্থের বিনিময়ে জামিন ত্বরান্বিত করে  দেবে বলে আশ্বাস দেয় তবে তাৎক্ষনিকভাবে বিষয়টি জেলার/জেল সুপার এর মোবাইল/টেলিফোন নাম্বারে জানাতে পারেন অথবা অনুসন্ধানে রক্ষিত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করতে পারেন।

 

ক।      জেল সুপার , টেলিফোন নং-০৯৪১-৬১৯২৩  মোবাইল নং- ০১৭১১-৩৫৯০৮২

খ।        জেলার,       টেলিফোন নং- ০৯৪১-৬১৮৫৬  মোবাইলনং-০১৮১৭-৫৬৬৫৬৬

 

ওকালতনামা স্বাক্ষরের নিয়মাবলী

 

১।       ওকালতনামা নির্দিষ্ট বাক্সে জমা দিন।

 

২।       বন্দীর পূর্ণ ঠিকানা এবং মামলা বৃত্তামত্ম সঠিকভাবে লিখে ওকালত নামা বক্সে ফেলুন।

 

৩।      ০১ (এক) ঘন্টা অমত্মর অমত্মর ওকালতনামা বাক্স খুলে বন্দীর  স্বাক্ষরামেত্ম আইনজীবি / আত্বীয় স্বজনের নিকট হসত্মামত্মর করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওকালতনামা ফেরত না পেলে অনুসন্ধানে বা রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষীর নিকট অথবা নীচে উল্লেখিত টেলিফোন নাম্বারে অবহিত করুন।

 

৪।       ওকালতনামা স্বাক্ষরের জন্য কোন প্রকার টাকা পয়সা লেন-দেন করবেন না। কেহ ওকালতনামা স্বাক্ষরের জন্য  আপনার কাছে টাকা পয়সা দাবি করলে বিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষী অথবা নিম্মলিখিত টেলিফোন নাম্বারে জানাতে পারেন অথবা  অনুসন্ধানে  রক্ষিত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করতে পারেন।

 

ক।      জেল সুপার , টেলিফোন নং-০৯৪১-৬১৯২৩  মোবাইল নং- ০১৭১১-৩৫৯০৮২

খ।        জেলার,       টেলিফোন নং- ০৯৪১-৬১৮৫৬  মোবাইলনং-০১৮১৭-৫৬৬৫৬৬

 

বন্দীদের নিকট মালামাল সরবরাহের নিয়মাবলী

 

১।       আপনার বন্দীর নিকট সরবরাহের নিমিত্তে মালামাল তালিকায় লিপিবদ্ধ করে কর্তব্যরত ইউনিফর্মধারী নাম ও নাম্বারযুক্ত কারারক্ষীর নিকট জমা দিন।

 

২।       আপনার কর্তৃক দেয় মালামাল যত্নের সাথে আপনার বন্দীর নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

 

৩।      মালামাল বন্দীর নিকট পৌঁছানোর জন্য কোন প্রকার অর্থের প্রয়োজন হয় না। যদি কেহ মালামাল সরবরাহের ব্যাপারে কোন রকম অসুবিধা বা অর্থ দাবি করে তবে তাৎক্ষনিকভাবে নিম্মলিখিত টেলিফোন নাম্বারে জানাতে পারেন অথবা অনুসন্ধানে রক্ষিত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করতে পারেন।

 

৪।       মালামালের ভিতর কোন প্রকার অবৈধ দ্রব্য সরবরাহ করার চেষ্টা করবেন না। মালামাল যাচাই করে বন্দীদের নিকট হসত্মামত্মর  করা হয়ে থাকে। জমাদান কালে যদি অবৈধ মালামালের অসিত্মত্ব সনাক্ত করা যায় তবে সরবরাহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কারাভ্যমত্মরে প্রবেশের পর মালামালের মধ্যে অবৈধ দ্রব্যাদ্রি পাওয়া গেলে কারা বিধি মোতাবেক বন্দীকে শাসিত্ম প্রদান করা হবে।

 

৫।       অবৈধ মালামাল প্রবেশ রোধে আপনার সহযোগিতা কামনা করা হচ্ছে।

ক।      জেল সুপার , টেলিফোন নং-০৯৪১-৬১৯২৩  মোবাইল নং- ০১৭১১-৩৫৯০৮২

খ।        জেলার,       টেলিফোন নং- ০৯৪১-৬১৮৫৬  মোবাইলনং-০১৮১৭-৫৬৬৫৬৬

 

বিশ্রামাগারের নিয়মাবলী

 

১।       বিশ্রামাগারে পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে।

 

২।       বিশ্রামাগারে বৈদ্যুতিক পাখা, পানিয় জল এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে।

 

৩।      অফিসে কোন প্রয়োজনীয় সংবাদ পৌছাতে হলে অনুসন্ধানের সাথে যোগাযোগ করুন।

 

৪।       বিশ্রামাগারে অবস্থানকালে কোন প্রকার অসুবিধা হলে কর্তব্যরত প্রধান কারারক্ষী/কারারক্ষীকে অবহিত করুন।